Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দেবে যাওয়া ডাকবাংলোর সেতু চালু, ভাঙা পড়ছে গুদামের সেতু

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ‘ডাকবাংলো সেতু’ ১১ মাস পর সংস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পুরোদমে এ সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল শুরু করেছে। গেল বছরের ১৭ এপ্রিল সেতুটি  দেবে গেলে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ পড়ে যায়। ফলে অবনর্নীয় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। গত কয়েকদিন আগে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে কয়েকটি পাটাতন এনে ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়। গতকাল কাজ শেষ সম্পন্ন হয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবার সদরের অপর প্রধান নলজুর নদীর গুমামের সেতুটি নতুন করে নির্মাণ কাজের জন্য ওই সেতু ভাংগার কার্যক্রম শুরু হবে । এতে করে ভোগান্তিতে পড়বেন উপজেলাবাসী। তবে দুর্ভোগ লাঘবে
বিকল্প সেতু হিসেবে হেলিপ্যাড এলাকায় নতুন করে ডাইভারশন সেতু তৈরী করা হয়েছে। এ ছোট ছোট যান চলাচল শুরু হবে। 
ডাকবাংলো ও ডাইভারশন সেতু দিয়ে একমুখী যানচলাচল করার জন্য স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ‘ ডাকবাংলো সেতুর ক্ষতিগ্রস্ত স্থানে মেরামত সম্পন্ন করা হয়েছে। এখন থেকে যান চলাচল শুরু হয়েছে। এছাড়া গুমাদের সেতু নির্মাণের জন্য ভাংগার কাজ শুরু হবে আজ। জনভোগান্তির এড়াতে ডাকবাংলো ও ডাইভারশন সেতু দিয়ে একমুখী যাতায়াতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদুই সেতু দিয়ে সকলধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ফলে জনসাধারণের দুর্ভোগ কমেছে।
প্রসঙ্গত, ডাকবাংলো সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। ঝুঁকি নিয়ে ছোট ও মাঝারি আকারের যান চলাচল করে আসছিল।  গতবছর নলজুর নদীর খননকালে সেতুর নিচ থেকে মাটি উত্তোলন করায় ১৭ এপ্রিল রাতে সেতুটি দেবে পড়ে। অন্যদিকে সদরের অপর ঝুঁকিপূর্ণ গুমাদের সেতু নতুন করে নির্মাণের ভাঙার কাজ শুরু হবে।  মেসার্স ভাটিবাংলা এন্টারপ্রাইজ, 
এসেতুটি ঢাকার রাজধানী হাতিরঝিল সেতুর আদালে এলজিইডির তত্ত্বাবধানে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জের মেসার্স ভাটিবাংলা এন্টারপ্রাইজ।
সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ২৫ মিটার প্রস্থের। সেতুর দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকা আলোকিত করে রাখতে বিশেষ লাইটিং থাকবে। 

Exit mobile version