রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্দা রানীগঞ্জ বাজারের জিলু মিয়া অটো রাইছমিলের মালিক নানু মিয়া (৪০) দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার ব্যবসায়ীর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে ব্যবসার কাজে নিজ বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তার দিয়ে যাওয়ার সময় একই গ্রামের কালাম মিয়ার নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত পূর্ব বিরোধের জের ধরে নানু মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুত্বর আহত অবস্থায় তাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার উপ-পরির্দশক এস.আই আব্দুল কাদির জানান, খবর পেয়ে দুর্বৃত্তের হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে দেখেছি। সুস্থ হয়ে অভিযোগ দিতে বলেছি।
Leave a Reply