1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দুর্নীতিমুক্ত দেশের আকাঙ্ক্ষা ও ইসলাম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক আশা করি দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির ‘জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে এক হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দোকানিকে জরিমানা হিন্দু-মুসলিম একসঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবে : রিজভী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত বিজিবি ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করলো প্রেমিক দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে:প্রধান উপদেষ্টা আজ রাজনৈতিক দল, কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন ড.ইউনূস

দুর্নীতিমুক্ত দেশের আকাঙ্ক্ষা ও ইসলাম

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পৃথিবী থেকে একদিন চিরতরে চলে যেতে হবে। যথাসময়ে মৃত্যুদূত দরজায় এসে কড়া নাড়বে। মৃত্যুর হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম নিলে মরতেই হবে। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই নিয়মের ব্যত্যয় ঘটেনি, কখনো ঘটবে না। পৃথিবীতে মানুষের আয়ুষ্কালের তারতম্য আছে, এটা মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। বিন্দুমাত্র হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মৃত্যুর পর কয়েক টুকরা সাদা কাপড়েই বিদায় দেওয়া হবে। শূন্য হাতে অন্ধকার কবরে হবে ঠাঁই। মৃত্যুর পরে মহান আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে, দিতে হবে কৃতকর্মের হিসাব। পাপপুণ্যের এই হিসাবে উত্তীর্ণ হওয়ার মধ্যেই জীবনের চরম ও পরম সফলতা। কিন্তু বিপরীতটা হলে জীবনটা ষোলো আনাই ব্যর্থ।

আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। ইসলামে মৌলিক ইবাদতগুলো কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রুজি। ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জনও ফরজ। মহানবী (সা.) বলেছেন, ‘হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ।’ (বায়হাকি) ইসলামে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ কোরো না।’ (সুরা বাকারা: ২৩)

এ প্রসঙ্গে এক হাদিসে এসেছে, রাসুল (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধূলি-ধূসরিত ক্লান্ত-শ্রান্ত বদনে আকাশের দিকে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে—হে আমার প্রভু, হে আমার প্রভু। অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারা সে পুষ্টি অর্জন করে। বলো, তার প্রার্থনা কীভাবে কবুল হবে? (মুসলিম: ২৩৯৩)

অবৈধ পথে উপার্জনকারী বা হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান। (মুসনাদে আহমাদ: ১৪৪৪১)

অসততা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, কালোবাজারি, অতিরিক্ত মুনাফাখোর, ভেজাল কারবারি ইত্যাদি শরিয়তবিরোধী পথে টাকা কামানো নিতান্তই বোকামি। এটি জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ারই নামান্তর। অবৈধ পথে কিংবা দুর্নীতির মাধ্যমে অর্থ সঞ্চয় করা কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না। এটা নিকৃষ্ট, জঘন্যতম ও নিখাদ পাপ। আর পাপের প্রায়শ্চিত্ত অনিবার্য। যিনি করবেন তাকেই পাপের প্রতিফল ভোগ করতে হবে। পরকালে কেউ কারও সাহায্যে এগিয়ে আসবে না। কারও পাপের ভাগ কেউই নেবেন না।

সর্বশ্রেষ্ঠ বিচারক মহান আল্লাহপাক মানুষের প্রতিটি কাজের হিসাব নেবেন। ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো কিছুই বাদ যাবে না। পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হলে আছে সুসংবাদ, বিপরীত হলে ভয়ানক দুঃসংবাদ। নেককার বান্দাদের জন্য মহান আল্লাহ পুরস্কার হিসেবে চির শান্তির বেহেশত প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে পাপিষ্ঠদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। জাহান্নামে পাপিষ্ঠদের জন্য শাস্তির যে বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন, তা অত্যন্ত ভয়াবহ।

সৌজন্যে আজকের পত্রিকা।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com