স্টাফ রিপোর্টার:: সনাতন ধর্মাবলাম্বীদের প্রধান ধমীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলাবাসীর পাশাপাশি দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশে সকল ধমীয় উৎসব আমরা মিলেমিশে পালন করে থাকি। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার- উৎসব সবার। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধমীয় উৎসব দূর্গাপূজার মাধ্যমে সকল অসুর শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় হোক এই কামনা করছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার সুযোগ নিশ্চিত করেছে। তিনি এই ধারা অব্যাহত রাখতে ধর্মীয় মৌলবাদীচক্রের উত্থান প্রতিহতের মাধ্যমে মানব জাতির শান্তি কামনা করে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।