1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দুনিয়ার সব ভাষা আল্লাহর সৃষ্টি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অবহিতনকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে “শহীদ” হাফিজুর রহমান হাফিজের স্মরণে যুবদলের আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল হাওরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু ১দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করলো সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল যেসব কাজ সবচেয়ে বড় পাপ জগন্নাথপুরে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত জগন্নাথপুরে বর্ষবরণে বোরো ধান কাটার উৎসব সুনামগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনে যুবকের আত্মহত্যা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে

দুনিয়ার সব ভাষা আল্লাহর সৃষ্টি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলা আমাদের মাতৃভাষা। বিশ্বের অন্তত ২০ কোটি মুসলমান এ ভাষায় কথা বলে। আরবি ভাষার পর বাংলাভাষী মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু এ ভাষার প্রতি আমাদের মমত্ববোধ থাকতে হবে।

মাতৃভাষাকে ভালোবাসা প্রতিটি মুসলমানের জন্য অনুস্মরণীয়। কারণ রসুল (সা.) তাঁর মাতৃভাষার প্রতি মমত্ববোধ করতেন। বিশুদ্ধভাবে মাতৃভাষা আরবি চর্চায় তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। দুনিয়ার কোনো ভাষাকে অবজ্ঞা করার সুযোগ নেই।

কারণ আল্লাহ সব ভাষার স্রষ্টা। আল্লাহ সব ভাষাই জানেন এবং যে ভাষায়ই তাঁকে ডাকা হোক না কেন তিনি বোঝেন। দুনিয়ায় যে শত শত ভাষা রয়েছে, তা আল্লাহর বিশেষ কুদরত। যুগে যুগে মহান আল্লাহ তাঁর নবী-রসুলের স্বজাতির ভাষায় পারদর্শিতা দিয়ে পাঠিয়েছেন, যাতে তাঁরা তাঁদের উম্মতদের সহজে আল্লাহর বাণী পৌঁছে দিতে পারেন।
উম্মতরা তাঁদের কথা বুঝতে পারে। আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি রসুলদের তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তাদের (দীন) স্পষ্টভাবে বুঝতে পারে। ’ সুরা ইবরাহিম আয়াত ৪। 

হজরত আদম (আ.) ছাড়া অন্য সব নবী-রসুলের প্রতি আল্লাহর প্রত্যাদেশ বা আসমানি কিতাব নাজিল হয়েছে তাঁদের মাতৃভাষায়। ভাষাবৈচিত্র্যের এ অপার মহিমার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ রব্বুল আলামিন সুরা রুমের ২২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য।

এতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি রয়েছে। ’ আল কোরআন মাতৃভাষার মর্যাদা মহিমান্বিত করেছে। সুরা ইবরাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ সব নবীকে তাঁদের স্বজাতির ভাষায় পাঠানোর কথা বলেছেন; যাতে তাঁরা আল্লাহর কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। মিশকাতের হাদিসে রসুল (সা.) আরবিভাষী হিসেবে যে গর্ববোধ করতেন তা স্পষ্ট করা হয়েছে। আরবি ভাষা কোরআনের ভাষা। রসুল (সা.)-এর আগে যেসব নবী-রসুলের কাছে আল্লাহর ওহি প্রেরিত হয়েছে তা-ও তাঁদের মাতৃভাষায়। হজরত মুসা (আ.)-এর ওপর নাজিল হয়েছিল আসমানি কিতাব তাওরাত হিব্রু ভাষায়। হজরত দাউদ (আ.)-এর ওপর নাজিল হওয়া জবুর ছিল ইউনানি ভাষায়। হজরত ইসা (আ.)-এর ওপর নাজিল হওয়া ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। আমরা আখেরি নবী (সা.)-এর উম্মত। তাঁর ওপর নাজিল হওয়া কোরআনের ভাষা হিসেবে আরবি দুনিয়ার সব মুসলমানের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহর ইবাদতের জন্য মুসলমান হিসেবে আমরা আরবি ভাষার মুখাপেক্ষী হতে বাধ্য। একইভাবে দৈনন্দিন জীবনে ব্যবসাবাণিজ্য এবং অন্যান্য প্রয়োজনে মাতৃভাষা বাংলার বাইরেও যে কোনো ভাষা শিক্ষার প্রয়োজন হতে পারে। দুনিয়ার সব ভাষা যেহেতু আল্লাহর সৃষ্টি এবং তাঁর মহান নিয়ামত তাই কোনো ভাষাকে অবজ্ঞা করার অবকাশ নেই।
সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com