1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দুদক গত ৫ মাসে কতজনকে অব্যাহতি দিয়েছে, তালিকা চান হাইকোর্ট - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

দুদক গত ৫ মাসে কতজনকে অব্যাহতি দিয়েছে, তালিকা চান হাইকোর্ট

  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য বিদায়ী চেয়ারম্যান কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিদায়ের তারিখ থেকে গত পাঁচ মাসে কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তা ১১মফ এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। পরে এ কে এম আমিন উদ্দিন মানিক মানবজমিনকে বলেন, গত পাঁচ মাসে দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তা ১১ এপ্রিলের মধ্যে জানাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।
এর আগে ‘দুদকে অনুসন্ধান-বাণিজ্য’ শিরোনামে ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com