Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুই শিশুকে গলা কেটে হত্যা

জগন্নাথপুর২৪, ডেস্ক::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামে দুই শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই শিশুদের হত্যার অভিযোগে তাদের মামা অভিযুক্ত মাহবুব মিয়াকে (২০) আটক করেছে।

নিহতদের নাম- সায়মা আক্তার (৬) ও তৃপ্তি মনি (৪)। এর মধ্যে সায়মা নেত্রকোনার বারহাট্টার বড়ইতাতি গ্রামের রাজিবের মেয়ে। আর তৃপ্তি নান্দাইলের কাদিরপুর গ্রামের শিবলু মিয়ার মেয়ে।

সায়মার মা সালমা আক্তার ও তৃপ্তির মা হালিমা আক্তার আপন দুই বোন। তারা উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামের আবদুস সালামের মেয়ে। আর অভিযুক্ত মাহবুব মিয়া সালমা ও হালিমার আপন ভাই।

স্থানীয়রা জানান, মাহবুব মিয়া একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। কিন্তু মানসিকভাবে বেশ কিছুদিন ধরে বিকারগ্রস্ত ছিলেন তিনি। কোনো বিষয়ে ক্ষিপ্ত হয়ে রোববার দুপুরে দুই ভাগ্নিকে দা’দিয়ে গলাকেটে হত্যা করেন তিনি। ওই সময় আহত হয় আরও এক শিশু।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া বলেন, অভিযুক্ত মামাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্র সমকাল

Exit mobile version