জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: দুই শতাধিক যাত্রী নিয়ে খেয়া পারাপারের সময় ফিলিপাইন্সের পোলিলো দ্বীপের কাছে একটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার ফিলিপিনো উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে, ওই নৌকার বহু যাত্রী নিখোঁজ রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানায়, উত্তর ফিলিপাইন্সের লামোন উপসাগরে অবস্থিত পোলিলো দ্বীপ ও সংলগ্ন এলাকায় খেয়া পারপার করছিল নৌকাটি। এসময় উত্তাল সাগরে ২৮৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে জানিয়েছে যে, প্রতিকূল ঝড়ো আবহাওয়ার কারণেই ডুবেছে নৌকাটি।
Leave a Reply