অামিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: দুইবাংলার ফোক সংগীত দিয়ে ৬ সেপ্টেম্বর রোববার লন্ডন মাতাবেন শিল্পী সৌরভ মনি। সাংস্কৃতিক সংগঠন নিয়মের আয়োজনে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় শিল্পী সঞ্জয় দের আলাপচারিতায় আরও গইবেন লন্ডনের দুই জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী ও সিফাত আরা স্বপ্না।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় নিয়মের পক্ষ থেকে এইসব তথ্য জানানো হয়। নিয়মের চেয়ারম্যান সঞ্জয় দে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়মের পরিচালক আবুল বাশার সুমন, সাংবাদিক জুয়েল রাজ, অসীম দত্ত সানী, সুশান্ত দাস প্রশান্ত ও শিল্পী সৌরভ মনি। সৌরভ মনি বলেন আমাদের ফোক গুলো নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাওয়ার পথে। আমাদের রয়েছে ফোকের মহাসাগর। নতুন প্রজন্মকে আমাদের মূল ধারার সাথে পরিচয় করিয়ে দিতেই দেশে বিদেশে গান নিয়ে ঘুরছি।
সৌরভ মনি ইতিমধ্যে মনের মানুষ সিনেমায় অভিনয় ও গান গেয়েছেন এমটিভি কোক ষ্টুডিওতেও গান গেয়েছেন। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিল্পীরা শুনাবেন দুই বাংলার জনপ্রিয় ফোক সংগীত।
Leave a Reply