Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুইটি সেতুর কারণে বিপজ্জনক হয়ে পড়েছে পাগলা-জগন্নাথপুর-সৈয়দপুর মহাসড়ক

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুটি বেইলি সেতুর কারণে সুনামগঞ্জে পাগলা-সৈয়দপুর সড়ক বিপজ্জনক হয়ে পড়েছে। সময় বাঁচাতে এই পথ ব্যবহারকারী পণ্যবাহী ট্রাক-লরি বেকায়দায় পড়ছে। মঙ্গলবার সকাল নয় টায় এই পথের বমবমি বেইলি সেতুর পাঠাতন ভেঙে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ বুধবারও এসড়কে সরাসরি যানচলাচল বন্ধ ছিল। ফলে ঢাকা, চট্টগ্রাম, ভৈরবসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুনামগঞ্জমুখী শতাধিক পণ্যবাহী ট্রাক এসময় আটকা পড়ে।
কুশিয়ারা নদীর উপর দেড়’শ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে গেল বছরের অক্টোবর মাসে। এর আগে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- সৈয়দপুর পর্যন্ত সড়ক নির্মাণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুনামগঞ্জের দুরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমিয়ে আনা হয়। গেল সাত নভেম্বর সিলেট বিভাগের সবচেয়ে বড় কুশিয়ারা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সড়কের জগন্নাথপুরের কাটাখাল এবং শান্তিগঞ্জের বমবমি’র পুরাতন বেইলি সেতু রেখেই এই পথ চালু হয়। আন্ত:জেলা বাসসহ মালবাহী ট্রাক, কার্গো লরি ঝুঁকি নিয়ে চলায় দুই বেইলি সেতু ভেঙে মাঝে মাঝেই এমন দুর্ভোগ তৈরি হচ্ছে।
মঙ্গলবার সকাল নয় টায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী একটি তেলবাহী লরি বমবমি সেতু পার হবার সময় সেতুর তিনটি পাঠাতন ভেঙে যায়। একারণে সুনামগঞ্জমুখী শতাধিক মালবাহি ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস লেগুনা প্রায় সাত ঘণ্টা আটকা পড়ে সড়কে। এসময় পথচারী যাত্রী এবং পণ্যবাহী ট্রাক নিয়ে বিপাকে পড়েন চালকরা।

রাজধানী ঢাকা থেকে পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ে আসা চালক আব্দুল বাছিত বললেন, ‘৩০০ কোটি টাকা খরচ করে সড়ক ও কুশিয়ারা সেতু হয়েছে। আমরা ঢাকা থেকে কম সময়ে সুনামগঞ্জে পৌছাতে এই পথ ব্যবহার করি। কিন্তু দুটি বেইলি সেতুর কারণে এখানে গত ১১ মার্চ একবার বিপদে পড়েছিলাম, ওই সময় কাটাখাল সেতু ভেঙেছিল, এবার রমজানের সময় ব্যবসায়ীদের মালামাল নিয়ে এসেছি, সকাল থেকে বমবমি সেতু’র পাশে বসেই দিন পার করছি।’
দারাজ এক্সপ্রেস’এর চালক রবিউল আলম বললেন, কম সময়ে তেল বাঁচিয়ে এই পথে সুনামগঞ্জ যাওয়ার লোভে এদিকে আসি। পথটি এখন আর আঞ্চলিক সড়ক নয়, মহাসড়কের মত ব্যস্ত, কিন্তু এটি কর্তৃপক্ষ চিন্তা করেন না, না হয় এভাবে বিপদে পড়তে হতো না।
জগন্নাথপুরের পাটলী থেকে কাওছার আহমদ মামলার কাজে সুনামগঞ্জ আদালতে যাচ্ছিলেন। এখানে এসে দুর্ভোগে পড়ে বললেন, ৩০০ কোটি খরচ করে সড়ক হয়েছে। এখন কয়েক কোটি টাকার জন্য এই সড়কের সুফল পাবে না মানুষ। একই ধরণের মন্তব্য করলেন, রোগী নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালগামী জগন্নাথপুরের কলকলিয়ার জুনায়েদ আহমদ।
আতাউর রহমান নামের এক ট্রাক চালক নীলফামারী থেকে কাছামাল নিয়ে সুনামগঞ্জে যাচ্ছিলেন। এখানে এসে আটকা পড়েছেন সকালেই তিনি। বললেন, সড়কে এই পরিমাণ যানজট লেগেছে, এখন সিলেট হয়ে যেতেও বহু সময় লাগবে। পণ্যবাহী গাড়ি এই সময়ে এভাবে আটকা পড়লে ক্রেতা-বিক্রেতা সকলের ভোগান্তি পোহাতে হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক বললেন, সকালে বেইলি সেতু’র পাঠাতন ভাঙার ভাঙার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেরামত কাজ শুরু হয়। বিকালে যান চলাচল শুরু হয়েছে। এই সেতু ভেঙে আগামী এপ্রিলে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। নয়া সেতু না হওয়া পর্যন্ত এই পথে ১০ টনের অধিক মালামাল বহনকারী ট্রাক লরি চলতে বিধি নিষেধ আরোপ করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।

Exit mobile version