পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন দ্বীপক কান্তি দে দীপালের মতো তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগ কে বাঁচিয়ে রেখেছে। তিনি আমৃত্যু নিজের জন্য কিছু না করে এলাকার উন্নয়ন নিয়ে কাজ করছেন। অনেক ব্রিজ,কালভার্ট,স্কুল, কলেজ করতে ভূমিকা রেখে গেছেন এই উন্নয়নগুলো তাকে বাঁচিয়ে রাখবে।মন্ত্রী বলেন,
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া মানুষ কে এগিয়ে নিতে কাজ করতে চান। এই কাজগুলো করতে আমরা কাজ করছি। দ্বীপক কান্তি দে দীপাল ছিলেন এসব কাজের সারথী। আমরা তাকে স্মরণ করব।তাঁর সুযোগ্য সন্তান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দের পাশে আমার আছি। মন্ত্রী বলেন, শত ষড়যন্ত্রের মধ্যে ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের কারণে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হচ্ছে বার বার । তিনি বলেন,দেশে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি কে ত্বরান্বিত করতে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কলকলিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল এর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম,সহ সভাপতি জগন্নাথপুর পৌর সভার মেয়র আব্দুল মনাফ,সহ সভাপতি আব্দুল মালিক
,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, পরিবারের পক্ষে বক্তব্য দেন প্রয়াতের কাকাতো ভাই সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে,ছেলে দীপংকর কান্তি দে, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,আওয়ামী লীগ নেতা কদ্দুস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,জেলা যুবলীগের সাবেক সদস্য আলাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা সিপন মিয়া, কামাল হোসেন লিলু, আনোয়ার হোসেন শিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আলম,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমুখ।
Leave a Reply