স্টাফ রিপোর্টার::
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত বলেছেন, ‘সৌমেন সেনগুপ্ত উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘ঢাকা থেকে আসার সময় আমাকে বলা হয়েছিল, আমার সঙ্গে আর কোনো আত্মীয়স্বজন এখানে আসবেন কি না। আমি বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি, সেই দিরাই-শাল্লার সকল মানুষই আমার বাবার আত্মীয়, সেই
সূত্রে আমারও। আপনারা বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। বাবা যেভাবে জীবনভর মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন, আমি যেন সেভাবে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি।’
সোমবার বিকালে সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ীর পাশে বালুর মাঠে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুরঞ্জিত সেন গুপ্তের ভক্ত-সমর্থক এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘ আপনারা আমার বাবার প্রতি যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সেজন্য আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ ও ঋণী।’
Leave a Reply