আজিজুর রহমান আজিজ :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে রৌয়াইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ন্টামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা নাজমুল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক,সিলেটে শাহজালাল কলেজের সহকারী অধ্যাপক সাখায়াত হোসেন আজাদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, রানীগঞ্জ সাবেক ফুটবলার শাহাজাহান সিরাজী,মবশ্বির আলী খেলায় ধারাভাষ্য দেন,স্থানীয় ক্রীড়া সংগঠক আল মামুন জয় ও আশরাফুজ্জামান। খেলায় জগন্নাথপুর উপজেলার রৌয়াইল ভাই ভাই স্টোটিং ক্লাব দুই শুন্য গোলে দিরাই উপজেলার টংগর স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলায় চ্যাম্পিয়ান দলকে সোনার নৌকা সোনার বৈঠা ও রানার্সআপ দলকে রোপার নৌকা রোপার বৈঠা পুরস্কার ট্রফি তুলে দেন। সোনার নৌকা সোনার বৈঠার পুরস্কার দাতা রৌয়াইল গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও রোপার নৌকা রোপার বেঠা দ্বিতীয় পুরস্কার দাতা টিপু সুলতান। অতিথিরা দুই দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। খেলার জগন্নাথপুর দিরাই ও নবীগঞ্জ উপজেলার কয়েক হাজার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নের্তৃত্বে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। তার ধারাবাহিকতায় অত্র এলাকার সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদকে নিয়ে এ উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। আগামী মৌসুমে রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠসহ উপজেলা ৫টি খেলার মাঠকে বিশেষ বরাদ্দদিয়ে উন্নয়ন করা হবে।
Leave a Reply