Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে সংঘর্ষ-গোলাগুলি, আহত ২০

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষে  সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যাক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

Exit mobile version