Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে সংঘর্ষে আহত ২০

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত সৈয়দ সুজল (৪০), আবুল শাহিদ (৫০), শরিফ মিয়া (২৮), সাজুনর (৪০), সৈয়দ ভুজন আহমেদ (৪৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দুই প্রবাসীর নিয়ন্ত্রণে থাকা দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এছাড়াও একে অপরের বিরুদ্ধে ডজন খানেক মামলাও করেছেন। একপক্ষের নেতৃত্ব দিচ্ছে মধুরাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুকিত চৌধুরী ও অপর পক্ষে আমেরিকা প্রবাসী সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরী। মুকিত চৌধুরীর গ্রামে নেতৃত্ব দিচ্ছে কামালপুর গ্রামের নুরজালাল গং ও জাহেদ চৌধুরীর পক্ষে মধুরাপুর গ্রামের দিল হক গং।
উল্লেখ্য, গত অক্টোবরে দুইপক্ষের মাঝে কয়েকবার হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়।
ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Exit mobile version