Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে বাস খাদে পড়ে শিশুসহ ১০ জন আহত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাই উপজেলায় সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলার ফায়ারসার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দিরাই বাসস্ট্যান্ড থেকে বিরতিহীন একটি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়। বাসটি উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা শিশু সহ ১০ যাত্রী আহত হন। পরে তাৎক্ষণিক দিরাই ফায়ার সার্ভিসের একটি টিম বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু সহ ১০ জন আহত হয়েছে। তবে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Exit mobile version