Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে হুমকি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হত্যা ও চুরির ঘটনায় করা মামলার আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষের লোকদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাদীপক্ষ দিরাই থানায় লিখিত আভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, মামলার বিবাদী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের সুফি মিয়া পক্ষের লোকদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে একই গ্রামের বাদী জুবেল মিয়া ও তাদের আত্মীয় স্বজনের  বিরোধ আছে এবং এ নিয়ে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে গত ৫ ফেব্রুয়ারি সুফি মিয়া পক্ষের লোকজন ধারালো রামদা, সুলফি, টেটা, লোহার রড, লোহার পাইপ, কাঠের রুইল, লাঠিসোঠা নিয়ে জুবেল মিয়ার পিতা মো. মনফর উল্লাহ’র আবাদি জমিতে গিয়ে জুবেল মিয়ার বড় ভাই ধানু মিয়ার শ্বশুর আনোয়ার হোসেনকে ঘটনাস্থলেই হত্যা করে এবং জুবেল ও তার ভাই ধানু মিয়াকে গুরুতর জখম করে। হত্যার অভিযোগের ঘটনায় ধনু মিয়ার স্ত্রী সুমা বেগম হত্যা মামলা দায়ের করেন।  পরবতীর্তে জামিনে মুক্তি পেয়ে আসামীরা মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সেনু বেগম সহ জুবেলের পক্ষের লোকদের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে সেনু বেগম আসামীদের ভয়ে গ্রাম থেকে দিরাই পৌরসভা এলাকায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত ২৭ মে সেনু বেগম বাড়িতে না থাকার সুযোগে কতিপয় বিবাদী বসত ঘরে প্রবেশ করে টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সেনু বেগম ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং—১৯৪/২০২৪ (দিরাই),ধারা—৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড—১৮৬০ দায়ের করেন। দুইটি মামলায় উজানধল গ্রামের মৃত শাবাজ উল্লাহ ছেলে মোঃ সুফি মিয়া (৪২), মৃত তারিফ উল্লাহর ছেলে লাল মিয়া (৪৮), মৃত আরিফ উল্লাহর ছেলে সানোয়ার হোসেন (৫০), ওয়ারিদ মিয়ার ছেলে সজিব মিয়া (১৯), মৃত লুলু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯), মৃত সুখ মিয়ার ছেলে শরীফ উদ্দিন (২৪) সহ আরো আসামীরা জামিনে এসে পুনরায় জুবেল ও তার পরিবার পরিজনসহ আত্মীয়—স্বজনকে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে বিবাদী পক্ষের সুফি মিয়া বললেন, আদালতে হাজির হয়ে জামিন নিয়ে এসেছি। ওরা এসব মিথ্যা মামলা দিয়েছে বলে তিনি জানান। বাদী পক্ষ টাকা পয়সার লোভে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল সিকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শুনেছি আসামিরা জামিন নিয়েছে। তবে আমি বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। মামলা তুলে নিতে বাদীদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই শুনিনি।

Exit mobile version