জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবা ও এক চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা নাছির মিয়া।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তুহিনের অপর দুই চাচা- আব্দুল মছব্বির ও জমশেদ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গত ১৩ অক্টোবর গভীর রাতে শিশু তুহিনকে নির্মমভাবে গলা, কান, লিঙ্গ কেটে হত্যা করা হয়। খুনিরা তুহিনের পেটে ছুরি ঢুকিয়ে বাড়ির পাশে কদম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।
পাঁচ আসামির মধ্যে তুহিনের ১৭ বছর বয়সী কিশোর চাচাত ভাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার হয় সুনামগঞ্জের শিশু আদালতে। গত মঙ্গলবার ওই আদালতের রায়ে তুহিনের চাচাত ভাইকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী, সে ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত কিশোর সংশোধনাগারে থাকবে। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
Leave a Reply