Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রদীপ রায়

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাড়ে ১০ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  প্রদীপ রায়।

প্রার্থীর পোলিং এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রদীপ রায়ের বিজয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রদীপ রায়ের বিজয়ের খবরে তার কর্মী সর্মথকদের মধ্যে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

৭৪ কেন্দ্রের মধ্যে প্রদীপ রায়  দোয়াতকলম প্রকীকে ৩০ হাজার ৪৫২ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী  উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ঘোড়া প্রতীকে ১৯ হাজার ৯৩৬ ভোট ভোট এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া আনারস প্রতীকে ১৫ হাজার ৪৯৭ পেয়েছেন  বলে জানা যায়৷  এই উপজেলায় ৭৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৯৭ হাজার ২২৫ ভোট।

তবে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়নি। ফলাফল জানতে আরও সময় লাগতে পারে বলে জনানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

Exit mobile version