Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিরাইয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাইয়ে যৌথবাহিনির অভিযানে বিরানব্বই পিস ইয়াবাসহ এক মাদক কারবারি নারীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যা  সাড়ে ৫ ঘটিকার দিকে পৌর সদরের সুজানগর গ্রামের গোলাপনগর থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। সে গ্রামের আব্দুল হক ওরফে মনতির স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সেনা ক্যাম্পের সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আশরাফ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে।

 

আটককৃত ব্যক্তিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে দিরাই থানায় এসআই  আব্দুল্লাহ নিকটে হস্তান্তর করা হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মালা দায়েরের মাধ্যমে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

Exit mobile version