জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দিনে-দুপুরে ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে; যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশসহ বিভিন্ন এলাকায়।
রোববার রাজ্যের বিশাখাপত্তমে এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে এক নারী বসেছিলেন। হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক। এ সময় পাশ দিয়ে অনেকে যাওয়া-আসা করেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। এমনকি এক ব্যক্তি পকেট থেকে মোবাইল ফোন বের ধর্ষণের সেই দৃশ্য ভিডিও করেন!
রাজ্যের পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তমের রেল কলোনির ঠিক পাশেই ধর্ষণের ঘটনাটি ঘটে। রেল কলোনির ফুটপাতে ভবঘুরে ওই নারী বসেছিলেন। গাঁজি শিব নামে মদ্যপ ওই যুবক প্রথমে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তারপর প্রকাশ্য রাস্তার ওপর তাকে ধর্ষণ করে।
রেল কলোনি শহরটির সবচেয়ে ব্যস্ত এলাকা। সেখানে সব সময়েই লোকের আনাগোনা লেগে থাকে। অথচ সবার চোখের সামনে এই ঘটনা ঘটলেও কেউ ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেনি, পুলিশকেও খবর দেয়নি।
এক অটোচালক ধর্ষণের ঘটনাটি ভিডিও করার পর পুলিশকে বিষয়টি জানান। সেই ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত এবং গ্রেফতার করে পুলিশ। নির্যাতিত ওই নারী ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Leave a Reply