সুনামগঞ্জ প্রতিনিধি:: দিনাজপুরের কাহারোল ইসকন মন্দিরে বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পালন করে।
ইসকনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রাধেশ্যাম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব, বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সভাপতি নিপ্রেশ তালুকদার নানু, কালাচাদ জিউর মন্দিরের সভাপতি এড. স্বপন কুমার দাস, শিক্ষাবিদ ও কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন দাস প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্ম বর্ণর মানুষ সম্প্রতী বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে অাসছে। কিন্তুু একটি মৌলবাদীচক্র এ সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় প্রতষ্ঠানে হামলা করে দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার সরকারের শাসনামলে এসব মৌলবাদীচক্রের উথ্থান মেনে নেয়া যায় না। তাই দিনাজপুরের ইসকন মন্দিরে হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যতার কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানানো হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফুতভাবে অংশ নেয়।