Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার:: দিনাজপুরে ইসকন মন্দিরে বোমা হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রোববার বিকেলে এক মানবন্ধন ও প্রতিবাদসভা কর্মসূচী পালন করা হয়। জগন্নাথপুর পৌর পয়েন্টে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এক পথসভা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে অনুষ্ঠিতহয়। এতে বক্তব্য রাখেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য মিন্টু রঞ্জন ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুবলীগ নেতা সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানী, আব্দুল মুকিত, সংবাদকমী সাহাজাহান মিয়া, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ সূত্রধর, হীরা মোহন দেব, প্রজেশ গোপ, উপজেলা ছাত্রলীগ নেতা রুমেন মিয়া, তোফাজ্জল হক সুমন প্রমুখ। সভা পরিচালনা করেন শশী কান্ত গোপ। সভায় বক্তারা দিনাজপুরে ইসকন মন্দিরে বোমা হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Exit mobile version