স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের জগৎ মোহন দাস ওরফে কালন দাস হত্যা মামলার ৫ আসামী জেল হাজতে। সম্প্রতি জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিশিয়েল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে মামলার অন্যতম আসামী ইউপি সদস্য অনিল দাস, বিজয় কৃষ্ণ দাস,পাগল দাস,বলাই দাস ও সবিন্দ্র দাসের জামিন নামজ্ঞুর করে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য গত বছরের ১৭ অক্টোবর জগৎ মোহন দাস কালনকে তুচ্ছ বিষয় নিয়ে হত্যা করা হয়। এঘটনায় কালনের স্ত্রী কল্পনা রানী দাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply