সুহেল হাসান:: অভাব অনটন ও দারিদ্রতার সংগ্রামকে জয় করে কৃষক বাবার ঘর আলোকিত করেছে মোঃ মিজি মিয়া। সে এবার এসএসসি পরীক্ষায় চিলাউড়াউচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সেই সাথে প্রথম বারের মতো বিদ্যালয়ে জিপিএ-৫ এর সুনাম নিয়ে এসেছে। তাঁর এ সাফল্যে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বেজায় খুশি। কিন্তু দুশ্চিন্তা দূর হচ্ছে না মিজি মিয়ার। কীভাবে কলেজে ভর্তি হবে। দরিদ্র কৃষক বাবার পক্ষে ছেলে পড়ালেখা চালানো প্রায় দুসাধ্য। তবু তাকে এগিয়ে যেতে হবে। এজন্য সবার দোয়া ও সহযোগীতা প্রয়োজন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামের সাহেব আলী ও সুফিয়া বেগম দম্পতির ছেলে মিজি। ছোটবেলা থেকে পড়ালেখার বিষয়ে বেশ আগ্রহী তাই শত বাঁধা পেরিয়ে সে দারিদ্রতার সাথে সংগ্রাম করে সফলতার সহিত অদম্য মেধাবী হিসেবেএগিয়ে যাচ্ছে। তাঁর এ অগ্রযাত্রায় সহযোগীতার হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয় সূত্র জানায়, জিপিএ পদ্ধতি চালুর পর থেকে এ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এবারই প্রথম বারের মতো বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে মিজি মিয়া এ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়ার দুর্নাম ঘুচাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, মিজি মিয়া মেধাবী শিক্ষার্থী। তাই আমরা তাকে বিশেষ যত্ননিয়ে পড়িছিলাম। সে আমাদের বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তার জন্য আমাদের শুভ কামনা। তিনি বলেন, আমি বিশ্বাস করি সুযোগ পেলে মিজির মতো মেধাবীরা সফলতার সহিত আরো এগিয়ে যাবে। তিনি জানান, এ বিদ্যালয়টির পড়ালেখার মান এক সময় নাজুক হয়ে পড়েছিল। গত কয়েক বছর ধরে এ অবস্থার অবসান হয়েছে। এখন প্রতি বছর পাসের হার বাড়ছে। আমরা আশাবাদী আগামীতে বিদ্যালয় থেকে আরো জিপিএ-৫ আসবে। তিনি জানান, বিদ্যালয়ে এবছর পাসের হার ৮২ ভাগ।
Leave a Reply