স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান একজন সৎ সজ্জন ভাল মানুষ। তাই দল মত বুঝি না এই ভালো মানুষ কে ভোট দিব।বিএনপি সমর্থক আরজু মিয়ার মন্তব্য এটি। শুধু আরজু মিয়াই নন সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে এবার ভোটের মাঠে এমনই আওয়াজ রয়েছে। দল মতের উদ্ধে উঠে মানুষ সৎ মানুষ হিসেবে তাকে ভোট দেয়ার কথা তুলে ধরছেন।
স্বাধীনতার ৪৭ বছর পর জগন্নাথপুর পৌর এলাকার বিএনপি অধ্যুষিত মির্জা বাড়ীতে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান কে সমর্থন জানিয়ে সম্প্রতি এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মির্জাবাড়ীর বাসিন্দা বিএনপি সমর্থক মির্জা দেলোয়ার হোসেন বলেন, গত ১০ বছরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি আমাদের কাছে পরিক্ষিত। একজন সৎ মানুষ হিসেবে আমরা তাকে ভোট দিব।
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে এ প্রতিবেদক এ নির্বাচবী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে জানা গেছে একজন সৎ সজ্জন ভাল মানুষ হিসেবে তিনি সর্বজন স্বীকৃত। এছাড়াও গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের জন্য তিনি নির্বাচনী এলাকায় প্রশংসনীয়। তাই দল মত নির্বিশেষে আমরাতাকে ভোট দিব।
Leave a Reply