স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল দেশে ফিরেই নিজ দলের নেতাকর্মীদৈর ভালবাসায় সিক্ত হলেন।
আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে তাকে সংর্বধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুন রশীদের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যডভোকেট ড. মুহাম্মদ জিয়াউর রহিম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহমেদ, উপজেল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর হোসেন, সংর্বধিত অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন , পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখলুল করিম, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশেম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জাকির হোসেন, সাদেক আহমেদ, সদস্য দিলতাজ হোসেন, আল আমিন, পারভেজ আহমেদ তালুকদার, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, বিলাল আহমদ, তারেক আহমেদ, হেলাল আহমদ, আবুল হোসেন রাব্বি, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রাহমান শাহীন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মতব্বির হোসেন রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক নেওয়াজ মিয়া, সদস্য সাইফুল ইসলাম জাবেদ, শামীম আহমেদ, রুয়েল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, শফিকুল ইসলাম খেজর, স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, সদস্য আকমল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমেদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক আহমেদ মিটু প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখন দেশকে অস্থিতিশীল করে তুলতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এজন্যে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবার ( ৬ ডিসম্বর) ইতালি থেকে দেশে ফিরেন নাসিম আহমদ রুহেল। তিনি জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা।