জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দল থেকে অব্যাহতি পাওয়ার পরও দলের পদ ব্যবহার করে নেতা-কর্মী ও এলাকার মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে। যার কারণে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদককে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা মতিউর রহমান জানান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোশাররফ মিয়াকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গতবছরের ২১ ডিসেম্বর জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক দল থেকে অব্যাহতি প্রদান করেন। দলের অব্যাহতিপ্রাপ্ত কোনো নেতা বা কর্মীর দলীয় পদ-পদবী ব্যবহার গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক। তাই অব্যাহতিপ্রাপ্ত সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দলীয় পদ-পদবী ব্যবহার করে দলের নেতা-কর্মী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগকে লিখিতভাবে জানানো হয়েছে। তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply