হোসাইন আহমদ,দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অযতেœ ও অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমদ তার নিজ কার্যালয়ে জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছবি তার অফিসের স্টিলের আলমিরার উপর অযন্তে ও অবহেলায় রাখার অভিযোগ উঠেছে। এই নিয়ে সুনামগঞ্জ জেলা ওলামালীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আ’লীগ সহ সভাপতি মাও.আব্দুল কাইয়ূম,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানানো সহ ওই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্টীয় আইন অমান্য করার অপরাধে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন। সরেজমিনে উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছবি অযতেœ অবহেলিত অবস্থায় রাখার দৃশ্যটি প্রত্যক্ষ করা যায়। এসময় যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পেয়ার আহমদ সহ অন্যান্য কর্মকর্তা অফিসে ছিলেন না শুধু অফিস সহায়ক ছাড়া। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পিয়ার আহমদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় তার মুল কর্মস্থল থাকলেও অতিরিক্ত দায়িত্বে সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। সেই সুবাদে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে তাকে ঠিক মতো অফিসে পাওয়া যায় না বলে একাধিক ভোক্তভূগীর অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। তিনি এখানে যোগদানের পর থেকে ছবিগুলো ঐ অবস্থায় পড়ে রয়েছে। ওই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমদ’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার অফিসে ছবি রাখা ঠিক আছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবাদত হোসেন বলেন, সরকারি অফিস-আদালতে রাষ্ট্রের প্রধান ব্যাক্তিদ্বয়ের ছবি টাঙ্গানো সাংবিধানিক আইন। তবে ছবি অযতেœ ও অবহেলায় রাখা ঠিক নয়। আমি যুব উন্নয়ন কর্মকর্তাকে বলে দিচ্ছি ঐ ছবিগুলোকে ঠিক করে রাখার জন্য।
Leave a Reply