জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশ দুই দফা অভিযান চালিয়ে ১১ জন জুয়ারীকে আটক করেছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ওই এলাকার বরইকান্দিস্থ আল সামস কমিউনিটি সেন্টার এর পিছনে মিন্টু মিয়ার চায়ের দোকান থেকে টেকনিক্যাল রোড ও রায়েরগ্রামস্থ লাকী মিয়ার দোকান থেকে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলা অবন্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন- আকিল আহমদ (৩৯), রিপন হোসেন রানা (১৮), মোঃ ইব্রাহীম (৩১), মোঃ ডুসাই মিয়া (৩০), মিন্টু মিয়া (৪৫), লেচু মিয়া (৩২), গুলজার আহমেদ বাদশা (২৭), মোঃ পারভেজ আলী (৪০), খালেদ আহমদ (৩৩), আফজাল হোসেন (৪৫) ও মোঃ কবির মিয়া (৩৯)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়া খেলার সামগ্রী ও নগদ ৩ হাজার ৬০ টাকাসহ ৯টি মোবাইল জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।