কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ ::
দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (ঘরোয়া) গ্রামের পুর্বের মাঠে ৩য় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগে, সুরমা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে, হাজী তারিফ মিয়া, পল্টু মিয়া, জুলহাস মিয়ার যৌথ সভাপতিত্বে, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মনোয়ার হোসেন ও সাহাব উদ্দীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির হিসাবে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সচিব মোঃ হাসনাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পেয়ার আহমদ, উপজেলা আলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ নূর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, এস আই মাজহারুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আব্দুল বাতিন, উপজেলা যুবলীগ নেতা নুর আলম, উপজেলা ছত্রলীগ নেতা মোশারফ হোসেন, চরমহল্লা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সুয়েব আহমদ টিপু, সলফ ক্রিকেট ক্লাবের রুকন খান সহ প্রমূখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ সদর উপজেলার চরমহল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলার উদ্বোধন করেন।
Leave a Reply