দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও ইলিভেন ব্রাদার্স এর উদ্যোগে উজানীগাও ইলিভেন ব্রাদার্স ও সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর নাইনটি নাইন ক্লাবের এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উজানীগাও মাদফার মাঠে খেলা উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জয়কলস ইউপি সদস্য মছকু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন লায়েক মিয়া, রাসেল মিয়া, ইমন মিয়া, বাবলু মিয়া, উজানীগাও ইলিভেন ব্রাদার্স অধিনায়ক মোর্শেদ আহমদ হৃদয়, জগজীবনপুর নাইনটি নাইন ক্লাবের অধিনায়ক নাজমুল ইসলাম সহ প্রমুখ