Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৮২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক ও উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. নূর আলম, মাহবুব আলম রুবেল।

বৃত্তি পরীক্ষার সার্বিক তত্তাবধানে ছিলেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নেহার রঞ্জন দাস, ডুংরিয়া উত্তরণ ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম অমিত, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ওমর আলী, আবু সুফিয়ান খান, মাহবুবুর রশিদ, আবুল কালাম আজাদ, প্রভাষক সাবিরুজ্জামান সুমন, মফরে বিন রশীদ, ছাদিকুর রহমান তারেক, রিংকু তালুকদার, দোলন দেবনাথ, উত্তরণ ক্লাবের অর্থ স¤পাদক সইদুর রহমান, সহ সাধারণ স¤পাদক রুবেল মিয়া, আবুল কাশেম, শিক্ষা স¤পাদক আবুল হাসান, নির্বাহী সদস্য, আমিনুল হক, তালিম মিয়া, শিমুল, মারজান, রনি, কাওছার, মাহবুব ও রিমেল আহমেদ।

Exit mobile version