সুনামগঞ্জ সংবাদদাতা::সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় রিপা বেগম (২৬) নামের অন্তঃস্বত্তা স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী। শনিবার উক্ত খুনের ঘটনায় খুনী স্বামী ও শ্বশুড়কে আটক করেছে পুলিশ। উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের লোকজন জানান, ১০ বছর আগে একই গ্রামের রইছ আলীর কন্যা রিপার বিবাহ হয় প্রতিবেশী চান মিয়ার পুত্র আক্কাছ আলীর সাথে। বিবাহের পর রিপা ৪ সন্তানের জননী হন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া কলহের সুযোগে আক্কাছ আলী স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতো। শুক্রবার দিবাগত রাতে রিপাকে খুন করে গলায় কাপড় পেছিয়ে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়। শনিবার সকালে পারিবারিক সূত্রে অভিযোগ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এসময় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিতাপুত্রের কথার মধ্যে অসঙ্গতি পাওয়ায় তাদেরকে আটক করে পুলিশ। নিহতের পিতা রইছ আলী জানান,তার মেয়ে ৮ মাসের অন্ত:স্বত্তা ছিলেন। প্রায়ই নানা অজুহাতে রিপাকে স্বামী ও শ্বশুড় শ্বাশুড়িগন নির্যাতন করতো। দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আতিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সাংবাদিকদের জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে আটক করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না হত্যাকান্ড সেটি নির্ভর করবে ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর।