জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪১জন নিহত হয়েছেন।।এ ছাড়া আহত হয়েছে অন্তত ৭০ জন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে লাগা আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় দমকল সংস্থা ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ছয়তলা ভবনের হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে আহত লোকজনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৭০ জন সামান্য আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ সংস্থার এক কর্মকর্তা।
হাসপাতালে জরুরি বিভাগের কোনো কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বিভাগে প্রধানত বয়স্ক লোকদের পরিচর্যা করা হয়ে থাকে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, কার্ডিওলজি চিকিৎসার জন্য বিখ্যাত ওই হাসপাতালটি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।