জগন্নাথপুর২৪ ডেস্ক::
কুষ্টিয়ার ভেড়ামারা থানা কম্পাউন্ড থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরি যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে চুরি যাওয়ার পর তিনদিন পার হলেও আজও বাইকগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি তবে চুরি যাওয়া বাইকগুলো উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
গত বৃহস্পতিবার রাতে চৌহদ্দি বেষ্টিত ও ক্লজ সার্কিট ক্যামেরার আওতাধীন খোদ থানা চত্বর থেকে দুর্ধর্ষ এই বাইক চুরির ঘটনা ঘটে। যদিও বিষয়টি গত তিনদিন ধরে থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার চেষ্টা থাকলেও গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়। ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এস আই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা এই তিন পুলিশ সদস্য থানার চৌহদ্দি বেষ্টিত গ্যারেজে তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে ডিউটি শেষ করে গ্যারেজে গিয়ে দেখতে পান মোটরসাইকেল তিনটি নেই।
সুত্র দেশ রূপান্তর