জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::পাঞ্জাবের ঝাঁসিতে পুলিশ স্টেশনে ঘটে গেল মজার এক ঘটনা। যেখানে রিয়েল লাইফ হার মানাল রিল লাইফকেও।
মূলত স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্থানীয় থানা পুলিশের দ্বারস্থ হন এক স্ত্রী। পুলিশের তলব পেয়ে থানায় আসেন স্বামী। কিন্তু এক গানেই সব মান-অভিমান শেষ হয়ে গেল স্ত্রী’র! স্বামীর কাঁধে মাথা রেখে কাঁদতে দেখা গেল ‘অভিযোগকারিণী’ স্ত্রীকে। স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে হাসিমুখে ঘরে ফিরে গেলেন দম্পতি।
কিন্তু এমন নাটকীয় কাহিনীর শুরুটা কেমন ছিল? বিগত কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল ঝাঁসির বাসিন্দা ওই দম্পতির মধ্যে। দাম্পত্য কলহ এমন পর্যায়ে পৌঁছায় যে, স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্ত্রী। ক্ষমা চেয়ে বেশ কয়েকবার অভিযোগ তুলে নেওয়ার জন্য স্ত্রীকে অনুরোধ করেন স্বামী। কিন্তু, তাতেও স্ত্রীর মন গলেনি, তখন থানায় দাঁডি়য়ে স্ত্রীর উদ্দেশে গান ধরেন স্বামী। এরপরই থানায় তৈরি হয় সেই আবেগঘন মুহূর্ত।
স্বামী আতিফ আসলামের ‘না শিখা জিনা তেরে বিনা’ গান ধরতেই স্ত্রীর রাগ গলে জল। গান গাইতে গাইতেই স্ত্রীকে জড়িয়ে ধরেন স্বামী। আর তারপরই স্বামীর কাঁধে মাথা রেখে স্ত্রী যেন খুঁজে পান ‘হারিয়ে যাওয়া’ ভালবাসাকে। এরপরই স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেন স্ত্রী। হাতে হাত ধরে ফিরে যান স্বামীর সঙ্গেই।