জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বেঞ্চের ওপর গেঞ্জি পরে উল্টে শুয়ে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তাকে মাসাজ করছেন উর্দি পরা এক মহিলা পুলিশকর্মী। আর মাসাজের পুরো আরাম নিচ্ছেন ওই এএসআই। ভরা থানার মধ্যেই দৃশ্যত মাসাজ পার্লার খুলে বসেছেন ওরা। আর সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে হয়ে গিয়েছে ভাইরাল।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এক পুলিশ স্টেশনের অভিযুক্ত ওই এএসআইয়ের নাম হাসান। জেলা সদর দফতরে আর্মড রিজার্ভ ইউনিটে কর্তব্যরত তিনি।
অভিযোগ, পুরুষ ব্যারাকের বেঞ্চে শুয়ে এক মহিলা হোম গার্ডকে দিয়ে মাসাজ নিচ্ছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন হাসান।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এসপি বিজয় কুমার এবিষয়ে এএসপি ভাস্করকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু কর্তব্যরত থাকাকালীন পুলিসের এহেন আচরণে সোশ্যাল মিডিয়া জুড়েই উঠেছে সমালোচনার ঝড়।