দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল
সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট কাওচার আলম, অ্যাডভোকেট শামছুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, অ্যাডভোকেট আশিকুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট পারভেজ আহমদ প্রমুখ। দ্রুত বিচার আইনে ঘটনার চিার দাবি করে বক্তার বলেন, নৃশংশতা ঠেকাতে সামাজিক বৈষম্য দূর করা, দুর্নতি রোধ করা, বিচারহীনতার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসতে হবে।
এদিকে, মামলার তদন্তকারী সাবইন্সপেক্টর আবু তাহের জানিয়েছেন, তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা আব্দুল মছব্বির এবং জমশেদ মিয়াকে দিরাই থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, তুহিনের চাচা নাছির মিয়া ও আরেক চাচা মৃত ইসলাম উদ্দিনের ছেলে শাহ্রিয়ার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার পর তাদের জেল হাজতে পাছিয়েছেন আদালত।
রবিবার গভীর রাতে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।
Leave a Reply