জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তুরস্কের সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশের অভ্যুত্থানের চেষ্টায় অন্তত ১৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক।
শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১০৪ জন অভ্যুত্থানকারী। বাকি ৯০ জনের মধ্যে ৪৭ জন বেসামরিক নাগরিক আর অন্যরা পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সবমিলিয়ে ১৫শ’র বেশি সেনা গ্রেফতার হয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।
সাধারণ জনগণের অনেককেই রাস্তায় সেনাদের ধাওয়া করতে দেখা গেছে। অভ্যুত্থানের চেষ্টার পর বহু সেনা আত্মসমর্পণ করেছেন।
সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে জড়িতদের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।