জগন্নাথপুর২৪ ডেস্ক::
মাদারীপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বাবু খার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরো দুই জন আহত হয়। মঙ্গলবার (১ এপ্রি) বেলা ২টার দিকে এঘটনা ঘটে। নিহতের মধ্যে তিন জনের বাড়ী শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় আর একজনের বাড়ী মাদারীপুরের শিবচর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।
নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (৩০), শরীয়তপুরের জাজিরা উপজেলার কলম ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (২২), একই উপজেলার জয়নগর ইউনিয়নের আলী খান (৩২) ও একই এলাকার রমজান মিয়া (৩৫)।
প্রতক্ষদর্শীর বরাতে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বেলা ২টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার অদূরে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার সংলগ্ন ও শরীয়তপুরের জাজিরার বাবু খাঁ’র ব্রিজ এলাকায় ঢাকাগামী ও শরীয়তপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকাগামী আরেকটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিঠুন তালুকদার ও হৃদয় ঢালী মারা যায়। এসময় আহত অবস্থায় আরো ৪ জনকে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে আলী খান ও রমজান মিয়ার অবস্থার অবনতি হলে ঢাকায় রের্ফাড করা হয়। পরে ঢাকা নেয়ার পথে আলী খান ও রমজান মিয়ার মৃত্যু হয়।
এসপি আরো জানান, ‘অতিরিক্ত স্পিডে দুইটি মোটরসাইকেল চালানোর ফলেই এঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে। এরপরেও অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
সুত্র আমার দেশ