স্টাফ রিপোর্টার-
পরিকল্পনামন্ত্রী আসছেন আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় ছাতকের জাউয়াবাজারে প্রবাসী মাহমুদ আলীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের জানাযায় অংশগ্রহণ করবেন তিনি।
আগামীকাল শুক্রবার বেলা ১১টায় সিলেটের টুকেরবাজারে উম্মা ইনস্টিটিউশনের সামাজিক অনুষ্ঠান, বিকাল ৪টায় দিরাই এসোসিয়েশন সিলেট এর অভিয়েক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সিলেট মিরর পত্রিকা আয়োজিত মিরর পুরস্কার অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
৩১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুপুর ১২টায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহত্তর সিলেটের আঞ্চলিক পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত গোলটেবিল বৈঠক, সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সভায় যোগদান করবেন তিনি।
১ জানুয়ারি রবিবার শান্তিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিন দিনের সফরে পরিকল্পনামন্ত্রী আসছেন আজ
