জগন্নাথপুর২৪ ডেস্ক:: তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের অদূরে রোববার অবৈধ অভিবাসীদের বহনকারী এক নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
সোমবার রাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) তিউনিসিয়া শাখা প্রধান লোরেনা ল্যান্ডো বলেন, প্রায় ৬০টি লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪৮ জন তিউনিসিয়ার নাগরিক ও ১২ জন বিদেশী। এদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সেনা ও উপকূল রক্ষীদের সহায়তায় মোট ৬৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে অতিরিক্ত বোঝাই করা হয়েছিল। নৌকায় প্রায় ১৮০ জন অবৈধ অভিবাসী ছিলেন। এদের মধ্যে ৮০ জন আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
Leave a Reply