জহুর আলম, তাহিরপুর থেকে: গর্ভধারীনি বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করল তারই ছেলে। গুরুতর আহত অবস্থায় ওই অসহায় বৃদ্ধাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নেকারজনক এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে। এলাকাবাসীসূত্রে জানা যায়- বড়দল গ্রামের মৃত মছরব আলীর দুই ছেলে শাহ আলম (৪০) ও সহোদর শামসুল আলম (৬০) এর মধ্যে বাড়ির সীমানা নিয়ে বুধবার দন্ধ হয়। একপর্যায়ে দুই ভাই মারমারিতে উদ্যত হলে তাদের বৃদ্ধা মা তাদেরকে বাঁধা দেয়। এতে শাহ আলম ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধা মাকে বেধড়ক মারপিট করে। বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন এসে বৃদ্ধার অবস্থা আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান- বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে।