জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ৭ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই নৌকা প্রতীকের চরম বাধা হয়ে দাঁড়িয়েছেন। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়ন ব্যতীত সব ক’টি ইউনিয়নে রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিভক্ত হয়ে কাজ করছেন দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে। যে কারণে এখন দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েও নির্বাচনী মাঠে হিমশিম খাচ্ছেন দলীয় বিদ্রোহী প্রার্থীদের কাছে।
উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বালিজুরী ইউনিয়নে অন্যান্য দল সমর্থিত কোন প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রাথী দু’জন নির্বাচন করছেন। বালিজুরি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন।
বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক সুজাত মিয়া নৌকা মনোনয়ন পেয়েছেন। তবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুই বিদ্রোহী প্রার্থী বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন ও সুনামগঞ্জ জেলা যুবলীগ সাবেক সদস্য সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।
বড়দল উত্তর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া।
বড়দল দক্ষিণ ইউনিয়নে নৌকা পেয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে কাছে টানলেও দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনুছ মিয়া তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।
একই অবস্থা শ্রীপুর উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীর বেলায়ও। জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল খায়ের নৌকা প্রতীক পেয়েছেন। তবে এ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান ও তার ছেলে পারুল খান মনোনয়ন দাখিল করেছিলেন। শনিবার পিতা ও পুত্র তারা দু’জনেই উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা। তবে এ ইউনিয়নে আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। তিনি হলেন শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের ইউপি চেয়ারম্যান আমির উদ্দিনের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা সালেহ আহমদ সবুজ।
একই অবস্থা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে। এ ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান বিশ^জিত সরকার। ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুবেল এবং আওয়ামী ঘরানার রাজনীতিতে বিশ^াসী সাংবাদিক কৃষ্ণ গোপাল মানব।
দক্ষিণ বড়দল ইউনিয়ন নৌকা মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দল আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমার পক্ষে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
একই ইউনিয়নের নৌকা মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ। তিনি জানান, তিনি গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সামান্য ভোটে নির্বাচিত হতে পারেন নি। নৌকা না পাওয়ার পর নির্বাচন করার ইচ্ছে হারিয়ে ফেলেন। কিন্তু ইউনিয়নের জনগণের অনুপ্রেরণায় তিনি এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বালিজুরী ইউনিয়ন নৌকা মনোনয়ন বঞ্চিত প্রার্থী আজাদ হোসেন বলেন, দলীয় অনেক নেতাকর্মী ও ইউনিয়নের সর্বসাধারণ আমার সাথে নির্বাচনের মাঠে আছেন। আমি আশা করি নির্বাচনে বিজয়ী হবো।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বলেন, বিদ্রোহী প্রার্থীদের প্রত্যেকের পরিচিতি বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে। আজ সবাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের বিরোধিতা করছেন। এতে করে সাংগঠনিক ভাবে দলের অবস্থান দুর্বল হচ্ছে বলেও তিনি জানান।
Leave a Reply