স্টাফ রিপোর্টার-তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে হাতে চালানো নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ (খলাহাটি ) গ্রামের সোহেল মিয়ার স্ত্রী নাজমা বেগম(৩০) ও বিন্তী বেগম(৫)। এ সময় নৌকায় থাকা সোহেল তার ৭ বছরের ছেলে ইমতিয়াজ কে নিয়ে সাতঁরিয়ে তীরে ওঠতে সক্ষম হয় । তাহিরপুর থানা পুলিশ ও গ্রামবাস জানায়, গতকাল সোমবার বিকালে অসুস্থ নাজমা বেগমকে তাহিরপুর সদর বাজারে চিকিৎসকের কাছে নিয়ে আসে স্বামী সোহেল। এ সময় তাদের সঙ্গে ছিল মেয়ে বিন্তী ও ছেলে ইমতিয়াজ। সন্ধ্যায় তাহিরপুর থেকে নিজ বাড়ি ফেরার সময় তাহিরপুর বৌলাই সেতু ঘাট থেকে ইঞ্জিন নৌকা করে জামলাবাজ গ্রামে আসে। জামলাবাজ গ্রাম থেকে খলাহাটির দুরত্ব প্রায় দেড় কিলোমিটার। এটুকু পথ আবারও যেতে হয় নৌকায়। আসার সময় হাতে চালানো নৌকাটি জামলাবাজ গ্রামে রেখে আসে। জামলাবাজ থেকে একই নৌকা দিয়ে তারা বাড়ি ফিরছিল। সোহেলের হাতে চালানো ছোট্ট নৌকাটি বাড়ির নিকটে ¯্রােত ও ঢেউয়ের কবলে ডুবে যায়। এ সময় গ্রামের লোকজন নাজমা ও বিন্তীকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।