জেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তাহিরপুর উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে জগন্নাথপুর উপজেলা।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধে কোনো গোল না করতে পারলেও খেলার দ্বিতীয়ার্ধে জগন্নাথপুর উপজেলার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিলোয়ার ৫৯ মিনিটে প্রথম গোল করেন এবং তার ১০ মিনিট পর জগন্নাথপুরের ১২ নম্বর জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় আই.কে দ্বিতীয় গোল করে জগন্নাথপুর উপজেলার জয় নিশ্চিত করেন। এসময় মাঠে রেফারীর দায়িত্ব পালন করেন, আলমগীর
সরকার, এটিএম সিরাজ, রাসেল মাহমুদ ও আতাউর রহমান। তাহিরপুর উপজেলা বনাম জগন্নাথপুর উপজেলা খেলায় ম্যাচ সেরা হয়েছেন জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলি।
খেলাশেষে ম্যাচ সেরা অলির হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, জিএম তাহসিজ, এটিএম মিসবাহ, সেজুল হোসেন, জুনেদ আহমেদ, জাহাঙ্গীর কবির শাহিনুর প্রমুখ।
Leave a Reply