Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রিকেট ফ্যানস অব সিলেট

সুহেল হাসান:: জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্রিকেট ফ্যানস অব সিলেট মানববন্ধন করেছে। বুধবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট ফ্যানস অব সিলেট এর আয়োজক দেলওয়ার হোসাইন, প্রবাল চৌধুরী পূজন, তাজেল আহমদ চৌধুরী, আহমেদ তানভীর, কাওসার আহমদ কাইফ, আশরাফ চৌধুরী, জাফর আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম ফয়সাল, শামীম মোল্লা, তাসমিহ বিনতে স্বর্ণা, হোসাইন আহমদ চৌধুরী,সজল দাশ অনিক, নজির হোসেন লাহিন, মওদুদ আহমদ আকাশ, মোহাম্মদ তানভীর হোসাইন, খলিলুল ইসলাম আশা,মুরাদ, সাইফুল,সজিব গাজী, ইমরান, তাযফে, ফাল্গুনি, হান্নান,সন্দিপ, মুনতাসির, পপিন, প্রিতম, সুমন দেলোওযার, বিথী, ইভা, সেলিনা চৌধুরী, মাধবী, অন্তু, মিলাদ, তামিম। এছাড়া বিভিন্ন স্থান থেকে আগত ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিল প্রমূখ। মানববন্ধনে অভিযোগ করে বলেন, আইসিসি ভারতের যোগসাজশে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পাঁয়তারা করছে। ভারতের অনেক বোলার আইসিসির নিয়ম ভঙ্গ করে বল করে যাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা আইসিসির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।

Exit mobile version