1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তালাক দেয়া স্ত্রীকে মাসে দিতে হবে ৪ লাখ টাকা! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ কাউকে অপবাদ দেওয়ার কঠিন পরিণতি জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, কবি সায়েক এম রহমান কে সংবর্ধনা প্রদান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সমন্বয়কের জগন্নাথপুরে জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি আকমল, সেক্রেটারি ফাহিম জগন্নাথপুরে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী জগন্নাথপুর চ্যারিটি সংস্থার আয়োজনে এ ভিজিট টু নেচার অনুষ্ঠিত সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি

তালাক দেয়া স্ত্রীকে মাসে দিতে হবে ৪ লাখ টাকা!

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৩২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

স্বামীর কোটি কোটি টাকা। তাই ভারতের দিল্লির এক আদালত নির্দেশ দিয়েছে, বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে তার মাসে মাসে ৪ লাখ টাকা করে খোরপোষ দিতে হবে। এতেই শেষ নয়, স্ত্রী ও নাবালক মেয়েকে ছেড়ে যাওয়ার জন্য বছরে ওই টাকার পরিমাণ বাড়বে ১৫ শতাংশ করে।

আদালত বলেছে, এক বাণিজ্য পত্রিকায় ওই স্বামীকে দেখানো হয়েছে সুপার রিচ ক্যাটাগরিতে, তার ব্যবসার আর্থিক মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। তাই সে সব বিচার করেই আদালত খোরপোষের পরিমাণ স্থির করেছে। আর শেষ দুই আর্থিক বছরে স্বামী ভদ্রলোকের রোজগার চোখে পড়ার মতো বেড়ে গেছে। অতএব প্রাক্তন স্ত্রী ও মেয়ের জন্য খোরপোষের পরিমাণ তাকে বছরে ১৫ শতাংশ হারে বাড়াতে হবে।

ওই ভদ্রলোকের পারিবারিক ব্যবসা সুপার রিচ ক্যাটাগরিতে তো পড়েই, তাদের কারখানাগুলোরই মূল্য ৯২১ কোটি টাকা। তাছাড়া তিনি তার বাবার সঙ্গেই বসবাস করা একমাত্র সন্তান, ফলে সব সম্পত্তি তারই বর্তায়। ২০১১-১২-য় তার যে আয় ছিল, তার সঙ্গে ২০১২-১৩-র আয় তুলনা করলে দেখা যাচ্ছে, এই সময়ে তার রোজগার দ্বিগুণের বেশি বেড়ে গেছে।

অতএব স্বামীর এই বাড়বাড়ন্তের কোনো সুফল তার স্ত্রী ভোগ করবেন না এমন হতে পারে না বলে আদালত জানিয়েছে।

আবেদনকারিণী অভিযোগ করেন, ২০০৮-এর মার্চে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। খোরপোষ চেয়ে আদালতে যান তিনি। সেই শুনানি চলাকালীনই তার স্বামী ২০১১-র জানুয়ারিতে বিয়ে ভাঙতে চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন। এরপর তিনি ট্রায়াল কোর্টে ফের খোরপোষের আবেদন করেন। আদালত বলে, তাকে মাসে ১.২৫ লাখ টাকা করে খোরপোষ দিতে বললেও সেই রায় চ্যালেঞ্জ করেন স্বামী।

এবার ফ্যামিলি কোর্টে গিয়ে মহিলা বলেন, তার স্বামী বিজনেস ওয়ার্ল্ড পত্রিকায় সুপার রিচ ক্যাটাগরিতে এসেছেন, তার পারিবারিক ব্যবসার আর্থিক মূল্য ৯২১.২৮ কোটি টাকা, তার বাড়ি ৫ তারা হোটেলের মতো। অতএব তাকে মাসে মাসে তিনি অনায়াসে ৭ লাখ টাকা করে খোরপোষ দিতে পারেন।

স্বামীর অবশ্য দাবি, তিনি বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর ঠিকই কিন্তু রোজগার যৎসামান্য, মাসে মাত্র ৯০,০০০ টাকা!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com