1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তাবিজ ব্যবহার করা কী শরিয়তসম্মত? - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

তাবিজ ব্যবহার করা কী শরিয়তসম্মত?

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ Time View

অনেক মানুষ বিভিন্ন কারণ ও নানা বিশ্বাসে তাবিজ ব্যবহার করেন। তাদের বিশ্বাস এসব তাবিজ বিপদ থেকে মুক্তি ও রোগ থেকে আরোগ্য দেয়। এরকম বিশ্বাস রেখে তাবিজ ব্যবহার জায়েজ কি না সেটা অনেকেই জানেন না। তাবিজ ব্যবহারের শরিয়তসম্মত নির্দেশনা এখানে তুলে ধরা হলো—

প্রাচীনকাল থেকেই রোগ থেকে মুক্তির আশায় মানুষ তাবিজ-কবচ ব্যবহার করে আসছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও তাবিজ ব্যবহার থেকে শুরু করে ঘরের দরজায় গরুর শিং, ঘোড়ার খুর ঝুলিয়ে রাখে। প্রতারকরা তাবিজে বিভিন্ন আঁকিবুঁকি-হিজিবিজি লিখে দেয়। বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ে ফুঁক দেয়।

রোগ বা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ও পরীক্ষা। তিনি মানুষকে এমন কোনো রোগ দেন না, যার প্রতিষেধক নেই। তিনিই রোগ দেন, তিনিই প্রতিষেধকের মাধ্যমে সুস্থ করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা যেখানে রোগ-ব্যাধি সৃষ্টি করেছেন, সেখানে তিনি প্রতিষেধকও সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১২৫৯৬)।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘প্রতিটি রোগেরই প্রতিষেধক রয়েছে।’ (মুসলিম, হাদিস: ২২০৪)

আত্মরক্ষা ও চিকিৎসার জন্য শরিয়ত অনুমোদিত বৈধ পদ্ধতি অনুসরণ না করে ভিন্ন পদ্ধতির আশ্রয় নেওয়া ইসলামে নিষেধ। শিরকি শব্দ, কুফরি কালাম বা অনর্থক লেখা সংবলিত তাবিজ ব্যবহার বৈধ নয়। দুর্বোধ্য বা কিছুই বোঝা যায় না এমন শব্দে লেখা তাবিজ ব্যবহারও নাজায়েজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলায়, আল্লাহ যেন তার কাজ পূর্ণ না করেন। আর যে মাদুলি ঝোলায়, আল্লাহ যেন তাকে নিরাপদ না রাখেন।’ (মুসতাদরাকুল হাকিম, হাদিস: ৭৫১৫)

উকবা ইবনে আমির (রা.) বলেন, ‘১০ জন লোকের একটি কাফেলা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণের জন্য এল। তিনি ৯ জনের বাইয়াত নিলেন। তারা জিজ্ঞেস করলেন, তার সমস্যা কী যে, আপনি তার বাইয়াত নিচ্ছেন না। তিনি বললেন, তার বাহুতে তাবিজ লাগানো আছে। অতঃপর লোকটি তাবিজ কেটে ফেলল। এরপর তিনি তার বাইয়াত গ্রহণ করে বললেন, যে এসব তাবিজ পরল, সে শিরক করল।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৭৪২২)

সুতরাং শিরকি শব্দ, কুফরি কালাম বা অনর্থক লেখা সংবলিত তাবিজ ব্যবহার হারাম। তাবিজের ওপর ভরসার দ্বারা আল্লাহর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারটি পাওয়া যায়; যা ইসলামে নিষিদ্ধ।

কোনো বৈধ প্রয়োজনে পবিত্র কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া, জিকির বা সঠিক অর্থবহ কোনো দোয়া ইত্যাদি সংবলিত তাবিজ ব্যবহার বৈধ। তবে তাবিজকে সত্তাগত শক্তিতে প্রভাব সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা যাবে না। পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহতায়ালার ওপর। (মুসলিম, হাদিস: ২২০০; ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬৪৩-৬৪৪)

হাদিসে যে তাবিজ-কবচকে শিরক বা নাজায়েজ বলা হয়েছে, সেটা তখন হবে যখন অন্তরে এ বিশ্বাস রাখবে যে, এসব তাবিজ-কবচ তার উপকার বা ক্ষতি করতে পারে। সুতরাং কেউ যদি বরকতের উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে তাহলে কোনো সমস্যা নেই। (মায়ালিমুস সুনান, খাত্তাবি, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২২৬)

রোগ থেকে আরোগ্য লাভে কেউ যদি চিকিৎসকের শরণাপন্ন না হতে চান, তার জন্য সর্বোত্তম ও সুন্নাহসম্মত পদ্ধতি হলো, কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া পড়ে ঝাড়ফুঁক করা। এভাবে ঝাড়ফুঁক করার বিষয়টি বেশ কিছু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ঝাড়ফুঁক মূলত আল্লাহতায়ালার কাছে আরোগ্য লাভের দোয়া ও প্রার্থনা; এগুলো সত্যগত কোনো ওষুধ বা চিকিৎসা নয়।

সৌজন্যে খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com